পরিবেশ ও বিজ্ঞান
1. জলবাহিত কয়েকটি রোগের নাম লেখো । উ: কলেরা , ডায়ারিয়া , টাইফয়েড , আমাশয় ইত্যাদি হল কয়েকটি জলবাহিত রোগ ।
2. চামড়া বা ত্বক কী? উ: দেহ বা শরীরের বাইরের আবরণকে চামড়া বা ত্বক বলে ।
3. চামড়া বা ত্বকের প্রধান কাজ কী? উ: দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং সুরক্ষা দেওয়া ।
4. চামড়ার ভিতরের দিকে থাকা নলাকার রক্তবাহ গুলিকে কী বলে? উ: dj¢e।
5. সূর্যের কোন্ অদৃশ্য রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করে? উ: অতিবেগুনি রশ্মি ।
6. গন্ডারের চামড়া দিয়ে পূর্বে কী কী বানানো হত? উ: বর্ম বা যুদ্ধের পোশাক ও ঢাল ।
7. ত্বকের ক-টি স্তর রয়েছে? উ: ত্বকের দুটি স্তর রয়েছে, ওপরের রক্তবিহীন স্তর ও নীচের রক্তবাহযুক্ত স্তর ।
৪. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চামড়ার কী পরিবর্তন হয়? উ: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে ।
9. কীসের জন্য চামড়ার রং কালো হয়? উ: মেলানিন রঞ্জকের জন্য ।
10.সূর্যালোকের প্রভাবে দেহে কী কী তৈরি হয়? উ: মেলানিন ও ভিটামিন- D।
11. অনেক সময় বয়সকালে কালো চামড়ার অনেক জায়গায় সাদা হয়ে যায় কেন?
উ: অপুষ্টি বা অসুখের কারণে শরীরের ওইসব জায়গায় মেলানিন তৈরি না a¡C
সেই জায়গাগুলি সাদা হয়ে যায় ।
12. ঘামে কী কী থাকে?উ: ঘামে নুন ও শরীরের পক্ষে ক্ষতিকর কিছু বর্জ্য পদার্থ থাকে ।
13. সাপের চামড়া বা ত্বক কী দিয়ে ঢাকা থাকে?উ: সাপের চামড়া বা ত্বক আঁশ দিয়ে ঢাকা থাকে ।
14. লোমের মতো কিছু ছোটো ছোটো পালক কাদের দেখা যায় ?
উ: মুরগি , হাঁস ও অন্যান্য পাখিদের গায়ে লোমের মতো কিছু ছোটো ছোটো পালক দেখা যায় ।
15. বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? উ: বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় , তাই চুল সাদা হয়ে যায় ।
16. গন্ডারের খড়্গ আসলে কী? উ: গন্ডারের খড়্গ আসলে জমাটবাঁধা চুল ।
17. নতুন নখ গজাতে কত সময় লাগতে পারে? উ: নতুন নখ গজাতে দু - মাস সময় লাগতে পারে ।
18. বিড়ালের নখগুলি এমনিতে দেখা যায় না কেন?উ: বিড়ালের নখগুলি থাবার মধ্যে লুকোনো থাকে বলে দেখা যায় না ।
19. চারটি পাখির নাম লেখো যাদের ধারালো নখ আছে - উ: প্যাঁচা, ইগল, মাছরাঙা, চিল
20. ত্বক - চুল - নখের যত্ন কীভাবে নিতে হয় ? উ: সাবান ও জল দিয়ে পরিষ্কার করে , তেল ও ক্রিম লাগিয়ে ত্বক - চুল - নখের যত্ন নিতে হয়।
21. পশুপাখির ধারালো নখকে কী বলে ?উ: পশুপাখির ধারালো নখকে নখর বলে ।
22.মেরুদণ্ড কী দিয়ে গঠিত ? উ: মেরুদণ্ড কশেরুকা দিয়ে গঠিত ।
23.হাড়গুলি অস্থিসন্ধিতে কী দিয়ে লাগানো থাকে ? উ: হাড়গুলি অস্থিসন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে ।
24. অস্থিসন্ধির তরল কমে গেলে কী হয় ? উ: অস্থিসন্ধির তরল কমে গেলে হাড়ে হাড়ে ঘষা লাগে ও নড়াচড়া করতে অসুবিধা হয় ।
25. পায়ের একটি হাড়ের নাম লেখো - উ: টিবিয়া ।
26. কাজ করায় হাড়কে সাহায্য করে কে ? উ: পেশি ।
27. কোন্ প্রাণীর মুখের পেশির জোর খুব বেশি ? উ: বাঘের ।
28. হৃৎপিণ্ডের প্রধান কাজ কী?উ: অনবরত পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া I
29. রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এমন দুটি গুরুত্বপূর্ণ পদার্থের নাম লেখো । উ: অক্সিজেন ও পুষ্টি পদার্থ ।
30. প্রথম তৈরি হওয়া মজবুত স্টেথোস্কোপ কীসের তৈরি ছিল ? উ: কাঠের ।
31. হাঁচির সঙ্গে কোন্ জীবাণু বাতাসে ছড়িয়ে যেতে পারে ?
উ: হাঁচির সঙ্গে ইনফ্লুয়েঞ্জার জীবাণু বাতাসে ছড়িয়ে যেতে পারে ।
32. জীবাণু কাকে বলে ? উ: জলে, স্থলে, বাতাসে, প্রায় সব জায়গায় অবস্থানকারী অতি ছোটো বা আণুবীক্ষণিক জীবদের জীবাণু বলে ।
33. বংশগত রোগ নয় এমন দুটি রোগের নাম লেখো । উ: যক্ষ্মা ও কলেরা ।
34. যক্ষ্মা রোগের জীবাণু কোথায় থাকে ? উ: যক্ষ্মা রোগের জীবাণু বাতাসে, রোগাক্রান্ত ব্যক্তির থুতুতে থাকে ।
35. DOTS- এর পুরো অর্থটি লেখো । উ: ডাইরেক্টলি অবসার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স । (Directly Observed Treatment Short
Course) |
36. কী করলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার হয় ?
উ: টিকা নিলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার হয় ।
37. ORS কখন খাওয়া উচিত ?
উ: কলেরা বা ডায়ারিয়া রোগে বারে বারে পাতলা পায়খানা ও বমি হলে ORS খাওয়া উচিত ।
38. ORS- এর পুরো কথা কী ?
উ: ORS- এর পুরো কথাটি হল ওরাল রিহাইড্রেশন সলিউশন (Oral Rehydration Solution) I
39. বায়ুবাহিত কয়েকটি রোগের নাম লেখো ।
উ: বায়ুবাহিত কয়েকটি রোগ হল — অ্যানথ্রাক্স, চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, মিজল্স, স্মল পক্স, যক্ষ্মা ইত্যাদি ।
40. পেশি কী ?
উ: বিভিন্ন প্রোটিনতন্ত্র ও কোশ দিয়ে গঠিত যে সংকোচনশীল কলা সমান্তরালে থেকে প্রাণীদের চলন - গমন ও বিভিন্ন অঙ্গের কাজে সাহায্য করে , তাকে পেশি বলে ।
41. পেশি কত প্রকার ও কী কী ?
উ: পেশি তিনপ্রকার হয় I যেমন - অস্থিপেশি বা কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি ; অনৈচ্ছিক বা অরেখ পেশি এবং হৃদ্পেশি ।
42. মানবদেহে পেশির কাজগুলি লেখো ।
উ: মানবদেহে পেশির কাজ : কঙ্কালপেশি বা অস্থিপেশি হাড়ের সঙ্গে যুক্ত থেকে অন্তঃকঙ্কাল গঠনে সাহায্য করে ; চলাফেরা , ভার তোলা , দৌড়োনো , শ্বাসপ্রশ্বাস নেওয়া , খেলাধুলা , লেখার কাজ ছাড়াও আরও নানান কাজে পেশি আমাদের সাহায্য করে । হৃদপেশি , হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সাহায্য করে ।
43. জলবসন্ত রোগের বাহক হল- উ: বায়ু I
44. দেহের কোন অংশের পেশি কোনো কাজ করতে পারে না? উ: কানের লতি I
45. মানুষের কাধ থেকে কনুই অবধি বড়ো হাড়টির নাম- হিউমেরাস I
46. মানবদেহের সবচেয়ে বড়ো হাড়টি হলো- উ: ফিমার I
47.মেরুদণ্ডের হাড়ের অপর নাম- উ: কশেরুকা I
48. মানুষের কুনুই থেকে কাধ অবধি হাড়ের সংখ্যা- উ: 2 টি I
49. আমাদের শরীরের বার্ম হলো- উ: ত্বক I
50. নখ উঠে গেলে আবার নতুন নখ গজাতে সময় লাগে- উ: দু-মাস I