Question paper or practice set of class iv English

 Hi guys, Here you can see question paper or practice set of class iv.



Class –iv                              Sub: English                 FM: 30            Time: 1h          Date:….../….../20…..

 

Student’s Name:…………………………………………………………………………………………………………….……

 

1. Match the words in column A with column B :                                                                               1 x 6 = 6

Column A

Column B

1. Exit

a. Simple

2. Start

b. Leave

3. Fast

c. Begin

4. Large

d. Quick

5. Good

e. Fine

6. Easy

f. Big

 

 

2. Answer these questions :                                                                                                                     1 x 5 = 5

i. Which city is called the ‘Pink City’?

 

ii. What is the capital of India?

 

iii. How many days is each month?

 

iv. How old are you?

 

v. Which class you study in?

 

3. Write ‘T’ for True and ‘F’ for False statements in the given boxes :                                          1 x 4 = 4

i. The Ganga is a river.

ii. Tiger is our national animal.

iii. Gandhiji known as Bapu.

iv. 1 core = 100 lacks.

 

4. Change the Gender :                                                                                                                              1 x 5 = 5

Masculine Gender

Feminine Gender

1.      Horse

 

2.      Tiger

 

3.      Dog

 

 

4.      Cow

 

5.      Duck

 

5. Change the numbers :                                                                                                                          1 x 5 = 5

Singular Number

Plural Number

1.      Ass

 

 

2.      Mice

3.      Baby

 

 

4.      Wives

5.      Class

 

 

6. Write the antonyms word :                                                                                                                  1 x 5 = 5

i. Rich -                                       ii. Big -                                               iii. Bad –

iv. On -                                        v. Past –

Environment & science suggestion with question answer of Class V WB Board

 


পরিবেশ বিজ্ঞান

1. জলবাহিত কয়েকটি রোগের নাম লেখো  : কলেরা , ডায়ারিয়া , টাইফয়েড , আমাশয় ইত্যাদি হল কয়েকটি জলবাহিত রোগ

2. চামড়া বা ত্বক কী? দেহ বা শরীরের বাইরের আবরণকে চামড়া বা ত্বক বলে   

3. চামড়া বা ত্বকের প্রধান কাজ কী? : দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং সুরক্ষা দেওয়া


4. চামড়ার ভিতরের দিকে থাকা নলাকার রক্তবাহ গুলিকে কী বলে? : dj¢e

5. সূর্যের কোন্ অদৃশ্য রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করে? অতিবেগুনি রশ্মি  

6. গন্ডারের চামড়া দিয়ে পূর্বে কী কী বানানো হত? : বর্ম বা যুদ্ধের পোশাক ঢাল  

7. ত্বকের -টি স্তর রয়েছে? : ত্বকের দুটি স্তর রয়েছে, ওপরের রক্তবিহীন স্তর নীচের রক্তবাহযুক্ত স্তর  

. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চামড়ার কী পরিবর্তন হয়? : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর বাড়লে চামড়াও বাড়ে

9. কীসের জন্য চামড়ার রং কালো হয়? : মেলানিন রঞ্জকের জন্য

10.সূর্যালোকের প্রভাবে দেহে কী কী তৈরি হয়? : মেলানিন ভিটামিন- D 

11. অনেক সময় বয়সকালে কালো চামড়ার অনেক জায়গায় সাদা হয়ে যায় কেন?

: অপুষ্টি বা অসুখের কারণে শরীরের ওইসব জায়গায় মেলানিন তৈরি না a¡C সেই জায়গাগুলি সাদা হয়ে যায়

12. ঘামে কী কী থাকে?: ঘামে নুন শরীরের পক্ষে ক্ষতিকর কিছু বর্জ্য পদার্থ থাকে  

13. সাপের চামড়া বা ত্বক কী দিয়ে ঢাকা থাকে?: সাপের চামড়া বা ত্বক আঁশ দিয়ে ঢাকা থাকে

14. লোমের মতো কিছু ছোটো ছোটো পালক কাদের দেখা যায়

: মুরগি , হাঁস অন্যান্য পাখিদের গায়ে লোমের মতো কিছু ছোটো ছোটো পালক দেখা যায়

15. বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? : বয়স বাড়লে মেলানিন তৈরি কমে যায় , তাই চুল সাদা হয়ে যায়

16. গন্ডারের খড়্গ আসলে কী? : গন্ডারের খড়্গ আসলে জমাটবাঁধা চুল

17. নতুন নখ গজাতে কত সময় লাগতে পারে? : নতুন নখ গজাতে দু - মাস সময় লাগতে পারে  

18. বিড়ালের নখগুলি এমনিতে দেখা যায় না কেন?: বিড়ালের নখগুলি থাবার মধ্যে লুকোনো থাকে বলে দেখা যায় না  

19. চারটি পাখির নাম লেখো যাদের ধারালো নখ আছে - : প্যাঁচা, ইগল, মাছরাঙা, চিল

20. ত্বক - চুল - নখের যত্ন কীভাবে নিতে হয় ? : সাবান জল দিয়ে পরিষ্কার করে , তেল ক্রিম লাগিয়ে ত্বক - চুল - নখের যত্ন নিতে হয়। 

21. পশুপাখির ধারালো নখকে কী বলে ?: পশুপাখির ধারালো নখকে নখর বলে  

22.মেরুদণ্ড কী দিয়ে গঠিত ? : মেরুদণ্ড কশেরুকা দিয়ে গঠিত

23.হাড়গুলি অস্থিসন্ধিতে কী দিয়ে লাগানো থাকে ? : হাড়গুলি অস্থিসন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে  

24. অস্থিসন্ধির তরল কমে গেলে কী হয়: অস্থিসন্ধির তরল কমে গেলে হাড়ে হাড়ে ঘষা লাগে নড়াচড়া করতে অসুবিধা হয়

25. পায়ের একটি হাড়ের নাম লেখো -  : টিবিয়া

26. কাজ করায় হাড়কে সাহায্য করে কে ? : পেশি

 
27. কোন্ প্রাণীর মুখের পেশির জোর খুব বেশি ? : বাঘের  

28. হৃৎপিণ্ডের প্রধান কাজ কী?: অনবরত পাম্প করে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়া

29. রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে এমন দুটি গুরুত্বপূর্ণ পদার্থের নাম লেখো : অক্সিজেন পুষ্টি পদার্থ  

30. প্রথম তৈরি হওয়া মজবুত স্টেথোস্কোপ কীসের তৈরি ছিল ? : কাঠের

31. হাঁচির সঙ্গে কোন্ জীবাণু বাতাসে ছড়িয়ে যেতে পারে


: হাঁচির সঙ্গে ইনফ্লুয়েঞ্জার জীবাণু বাতাসে ছড়িয়ে যেতে পারে

32. জীবাণু কাকে বলে: জলে, স্থলে, বাতাসে, প্রায় সব জায়গায় অবস্থানকারী অতি ছোটো বা আণুবীক্ষণিক জীবদের জীবাণু বলে  

33. বংশগত রোগ নয় এমন দুটি রোগের নাম লেখো : যক্ষ্মা কলেরা  

34. যক্ষ্মা রোগের জীবাণু কোথায় থাকে: যক্ষ্মা রোগের জীবাণু বাতাসে, রোগাক্রান্ত ব্যক্তির থুতুতে থাকে

35. DOTS- এর পুরো অর্থটি লেখো  : ডাইরেক্টলি অবসার্ভড ট্রিটমেন্ট শর্ট কোর্স (Directly Observed Treatment Short Course) |

36. কী করলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার হয়

: টিকা নিলে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার হয়  

37. ORS কখন খাওয়া উচিত

: কলেরা বা ডায়ারিয়া রোগে বারে বারে পাতলা পায়খানা বমি হলে ORS খাওয়া উচিত  

38. ORS- এর পুরো কথা কী ?

: ORS- এর পুরো কথাটি হল ওরাল রিহাইড্রেশন সলিউশন (Oral Rehydration Solution) I

39. বায়ুবাহিত কয়েকটি রোগের নাম লেখো  

: বায়ুবাহিত কয়েকটি রোগ হলঅ্যানথ্রাক্স, চিকেন পক্স, ইনফ্লুয়েঞ্জা, মিজল্স, স্মল পক্স, যক্ষ্মা ইত্যাদি

40. পেশি কী

: বিভিন্ন প্রোটিনতন্ত্র কোশ দিয়ে গঠিত যে সংকোচনশীল কলা সমান্তরালে থেকে প্রাণীদের চলন - গমন বিভিন্ন অঙ্গের কাজে সাহায্য করে , তাকে পেশি বলে  

41. পেশি কত প্রকার কী কী

: পেশি তিনপ্রকার হয় I যেমন - অস্থিপেশি বা কঙ্কাল পেশি বা ঐচ্ছিক পেশি ;  অনৈচ্ছিক বা অরেখ পেশি এবং  হৃদ্পেশি

42. মানবদেহে পেশির কাজগুলি লেখো  

: মানবদেহে পেশির কাজকঙ্কালপেশি বা অস্থিপেশি হাড়ের সঙ্গে যুক্ত থেকে অন্তঃকঙ্কাল গঠনে সাহায্য করেচলাফেরা , ভার তোলা , দৌড়োনো , শ্বাসপ্রশ্বাস নেওয়া , খেলাধুলা , লেখার কাজ ছাড়াও আরও নানান কাজে পেশি আমাদের সাহায্য করে হৃদপেশি , হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সাহায্য করে

43. জলবসন্ত রোগের বাহক হল-  : বায়ু I

44. দেহের কোন অংশের পেশি কোনো কাজ করতে পারে না? : কানের লতি I

45. মানুষের কাধ থেকে কনুই অবধি বড়ো হাড়টির নাম- হিউমেরাস I

46. মানবদেহের সবচেয়ে বড়ো হাড়টি হলো- : ফিমার I

47.মেরুদণ্ডের হাড়ের অপর নাম- : কশেরুকা I

48. মানুষের কুনুই থেকে কাধ অবধি হাড়ের সংখ্যা-  : 2 টি I

49. আমাদের শরীরের বার্ম হলো- : ত্বক I

50. নখ উঠে গেলে আবার নতুন নখ গজাতে সময় লাগে- : দু-মাস I