শিক্ষাবিজ্ঞানের শিশু মনস্তত্ত সমন্ধীয় কিছু প্রশ্নোত্তর

বর্তমানে শিক্ষাবিজ্ঞান বিষয়টি একটি অতি গুরুত্ব বিষয় হিসাবে পরিগণিত হচ্ছে I বিভিন্ন ধরনের পরীক্ষাগুলিতে শিক্ষাবিজ্ঞান নিয়ে কিছু না কিছু প্রশ্ন করা হয়, তাই এখানে কিছু প্রশ্নোত্তর আলোচনা করা হলো :
১। শিক্ষার উন্নতি বোঝা যায় ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্নের মাধমে ।
২। শিশুর প্রথম প্রক্ষভিক বিকাশ ঘটে পরিবারের মধ্যে ।
৩। শ্রেণি শিখনের জন্য ব্যাক্তি স্বতন্ত্রর নীতিটি গুরুত্ব পূর্ণ ।
৪। " শিক্ষার চরম আদর্শ হল চরিত্র গঠন " - উক্তিটি করেছেন হার্বাট ।
৫। মন্তেসরি শিক্ষা পদ্ধতির প্রবর্তক মাদাম মারিয়া মন্তেসরি ।
৬। নতুন ঘটনা বর্ণনা ও ব্যাখ্যার জন্য একজন গবেষণা করেন ।
৭। সত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজন লক্ষ্যনিয় দৃস্টান্ত স্থাপন ।
৮। শিক্ষার প্রকৃতি বাদের প্রবক্তা হলেন রুশো
৯। ব্রেইল পদ্ধতিতে লেখার কলম টিকে বলে স্টাইলাস । ব্রেইল লেখা হয় ৬ টি বিন্দু দিয়ে ।
১০। ভারতে হাতের আঙ্গুল সঞ্চালন পদ্ধতির নাম কারাপল্লবি ।
১১। " ADOLESCENCE " নামক বিখ্যাত গ্রন্থটির রচয়িতা স্টেনলি হল ।
১২। বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তা আলফ্রেড বিনে ।
১৩। শিশুর সামাজিক আচরন আত্মকেন্দ্রিক থাকে প্রায় ৩ বছর বয়স পর্যন্ত ।
১৪। মুক- বধিরদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন জুয়ান প্যাবলো বনে ।
১৫। শিক্ষাদান চলাকালীন যে মুল্যায়ন করা হয় তাকে বলে ধারাবাহিক মুল্যায়ন ।
১৬। শিশু তার মা কে চিনতে পারে ২ মাস বয়স থেকে ।
১৭। NCERT - প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে ।
১৮। Reading - পড়ার ক্ষেত্রে অসামঞ্জস্যতাকে বলে Dyslexia.
১৯। Writting - লেখায় অক্ষমতা হল Dysgraphia.
২০। Mathematics - গণিতে অক্ষমতা হলো Dyscalculia.