History suggestion (no.1)

ইতিহাস বিষয়ের কিছু প্রশ্নোত্তর এখানে আলোচনা করা হল । এগুলি পশ্চিমবঙ্গ SLST সহ সমস্ত রকমের Competiton(SSC,NET,SET,PSC,CSSC,TET) পরীক্ষায় আসতে পারে । এছাড়াও এগুলি GK (General knowladge) বৃদ্ধিতে সহায়তা করবে । এখানে বিভিন্ন ধরণের বই, পত্রিকা, ইন্টারনেট  থেকে বাছাই করে প্রশ্নোত্তরগুলি দেওয়া হয়েছে ।
প্রশ্নোত্তরগুলি হল :
1. নর্ডিক কাদের বলা হতো ? - আর্যদের
2. ভারতের প্রাচীনতম নাম কি ছিল ? - জম্বুদ্বীপ
3. ভারতের প্রাচীনতম সভ্যতার নাম কি ? - মেহেরগড় সভ্যতা
4. মেহেরগার সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় ? - 1974 সালে
5. হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয় ? - 1924 সালে
6. হরপ্পা সভ্যতার লিপির নাম কি ছিল ? - সিন্ধু লিপি
7. কোন বন্দরের মাধ্যমে হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত ? - লোথাল বন্দর (গুজরাট)
8. বৈদিক যুগের স্রষ্টা করা ? - আর্যরা
9. বৈদিক যুগের প্রাচীনতম  গ্রন্থ কোনটি ? - ঋকবেদ
10. আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি ? - নিস্ক
11. ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি ? - বেদ
12. নিগম কথার অর্থ কি ? - বণিক -সংঘ
13. পরবর্তী বৈদিক যুগে উদ্ভুত দুটি নগরের নাম কি ? - হস্তিনাপুর ও কৌশাম্বি
14. সর্বপ্রথম তীর্থঙ্কর এর নাম কি ? - ঋষভদেব বা আদিনাথ
15. সর্বশেষ জৈন্য তীর্থঙ্কর এর নাম কি ? - মহাবীর
16. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ? - চন্দ্রগুপ্ত মৌর্য
17. নন্দবংশ কে প্রতিষ্ঠা করেন ? - মহাপদ্ম নন্দ
18. নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন ? - ধননন্দ
19. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ? - বৃহদ্রথ
20. 'দেবনাংপ্রিয়' উপাধি কে ধারণ করেন ? - মৌর্য সম্রাট অশোক
21. মহাজন শব্দের অর্থ কি ? - বৃহৎ রাজ্য
22. ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম করো ? - বৃজি ও মল্ল
23. অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন ? - বিন্দুসার
24. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ? - শ্রীগুপ্ত , মতান্তরে প্রথম চন্দ্রগুপ্ত
25. সাতবাহন বংশ কে প্রতিষ্ঠা করেন ? - সিমুক

''যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে Comment করে তা সংশোধনে সাহায্য করিবেন ।''

*পরবর্তী প্রশ্নোত্তর খুব শীঘ্রই Post করা হবে ।