History suggestion (no.2 books with writer)

ইতিহাস বিষয়ের কিছু প্রশ্নোত্তর এখানে আলোচনা করা হল । এখানে বিশেষত কিছু লেখকের নামসহ গ্রন্থগুলির উল্লেখ করা হয়েছে । এগুলি পশ্চিমবঙ্গ SLST সহ সমস্ত রকমের Competiton(SSC,NET,SET,PSC,CSSC,TET) পরীক্ষায় আসতে পারে, এমনকি মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ তে এই প্রশ্ন ধরতেই পারে  । এছাড়াও এগুলি GK (General knowladge) বৃদ্ধিতে সহায়তা করবে । এখানে বিভিন্ন ধরণের বই, পত্রিকা, ইন্টারনেট  থেকে বাছাই করে প্রশ্নোত্তরগুলি দেওয়া হয়েছে ।
প্রশ্নোত্তরগুলি হল :
1. হর্ষচরিতের রচয়িতা কে ? - বাণভট্ট
2. এলাহাবাদ প্রশস্তি কার রচনা ? - সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেন এর
3. রাজ্তরঙ্গিনি গ্রন্থের রচয়িতা কে ? - কলহন
4. ইন্ডিকা কার রচনা ? - মেগাস্থিনিস
5. রামচিত মানস কে রচনা করেন ? - কবি তুলসীদাস
6. তাহকীক-ই-হিন্দ কার রচনা ? - আল বেরুনী
7. গৌরবাহ গ্রন্থের রচয়িতা কে ? - বাকপতি রাজ
8. গীতগোবিন্দ কার রচনা ? - কবি জয়দেব
9. বুদ্ধচরিতের রচয়িতা কে ? - অশ্বঘোষ
10. 'অর্থশাস্ত্র' গ্রন্থের রচয়িতা কে ? - কৌটিল্য বা চাণক্য
11. 'আইহোল প্রশস্তি' কার রচনা ? - রবিকীর্তি
12. 'ন্যাচারালিস হিস্টোরিয়ো' গ্রন্থটির রচয়িতা কে ? - প্লিনি
13. ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম 'ফো-কুও-কি' কার রচনা ? - ফা-হিয়েন
14. দেবীচন্দ্রগুপ্তম নাটকটির রচয়িতা কে ? - বিশাখদত্ত
15. 'বিক্রমাঙ্কদেব রচিত' গ্রন্থের রচয়িতা কে ? - বিলহন
16. 'মিতক্ষরা' নাম হিন্দু আইনশাস্ত্রের রচয়িতা কে ? - বিজ্ঞানেশ্বর
17. 'দানসাগর' ও 'অদ্ভুত সাগর' গ্রন্থের রচয়িতা কে ? - সেনরাজা বল্লাল সেন
18. 'হরিচরিত' কাব্য কার রচনা ? - চতুর্ভুজ -এর
19. মৃচ্ছকটিক কে রচনা করেন ? - কুষাণযুগের নাট্যকার শুদ্রক
20. প্রাচীন ভারতের 'ভাস' রচিত একটি নাটকের নাম কর ? - স্বপ্নবাসবদত্তা
21. 'চিকিৎসা-সংগ্রহ' ও 'আয়ুর্বেদ-দীপিকা' গ্রন্থ দুটির রচয়িতা কে ? - চক্রপানি
22. 'বজ্রযান সাধন' গ্রন্থের রচয়িতা কে ? - অতীশ দীপঙ্কর
23. 'পঞ্চতন্ত্র' কার রচনা ? - বিষ্ণুশর্মা
24. হিন্দু আইনের ওপর লেখা 'দায়ভাগ' গ্রন্থটি কার রচনা ? - জীমূতবাহন
25. 'বৃহৎসংহিতা' ও 'পঞ্চ-সিদ্ধান্তিকা' কার রচনা ? - বরাহমিহির

''যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে Comment করে তা সংশোধনে সাহায্য করিবেন ।''

*পরবর্তী প্রশ্নোত্তর খুব শীঘ্রই Post করা হবে ।